31 C
Dhaka
সেপ্টেম্বর ২২, ২০২১

কয়েক অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ,বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেইসাথে দেশে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্হায় রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসঃ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (২৪ ঘন্টার আবহাওয়া) প্রায় পরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েকদিন (৫ দিনের) বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহওয়াবিদ ওমর ফারুক জানান, সারাদেশে দিনের তাপমাত্রা কমে যেতে পারে, রাতের বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছেে রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ও তেঁতুলিয়া ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫৭ মিলিমিটার। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৮ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৩ মিনিটে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে।

সিনপটিক অবস্থাঃ পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ,বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

আগামীকাল দেশের তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

আজ যেসব বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

আজ কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ