31 C
Dhaka
সেপ্টেম্বর ২২, ২০২১

সন্ধ্যা থেকে ৫ বিভাগে শুরু হতে পারে বর্ষণ

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটি: দেশের কয়েক বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ সন্ধ্যা থেকে ৫ বিভাগে শুরু হতে পারে বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ,আকাশ অংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসাথে হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিহার ও এর আশপাশে পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। পশ্চিমবঙ্গে আবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে আগ্রসর হতে পারে।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়া ও কুতুবদিয়া ২৫ দমমিক ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

আগামীকাল দেশের তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

আজ যেসব বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ

জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

আজ কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

কমিউনিটি নিউজ