30 C
Dhaka
আগস্ট ২, ২০২১

ভারী বর্ষণের সম্ভাবনা

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ:  দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জুন ২০২১) সকাল টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবনতা অব্যাহত থাকতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবনতা অব্যাহত থাকতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।  এবং আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটি ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮৬ মিলিমিটার ।

আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ২০ মিনিটে। সারাদেশে দিনের ও  রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে।

সিনপটিক অবস্থা : বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আজ কয়েক অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই প্রভাবে  আজ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্যে জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা , বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে​।

তাপ প্রবাহ: বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বগুড়া, দিনাজপুর, সৈয়দপুর ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট ২৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ৫০ মি.মি.। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কোথাও কোথাও হালকা ও সামান্য করে বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%।

সিনপটিক অবস্থাঃ উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উপকূলীয় উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে । এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্বআসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

আজ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া, কৃষিসহ সব ধরণের সংবাদ, তথ্য ও ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা তুলে ধরব।

এগ্রিকেয়ার/এমএইচ

আরও সংবাদ

আজ সোমবার স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি

কমিউনিটি নিউজ

সন্ধ্যা থেকে ৫ বিভাগে শুরু হতে পারে বর্ষণ

কমিউনিটি নিউজ

জেনে নিন আজ যেসব অঞ্চলে বৃষ্টি

কমিউনিটি নিউজ

সাগরে তিন নং সতর্কতা, সারাদেশে যেসব স্থানে বৃষ্টি

কমিউনিটি নিউজ

আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা

কমিউনিটি নিউজ

রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকছে

কমিউনিটি নিউজ