30 C
Dhaka
আগস্ট ২, ২০২১

ছুটির দিনেও লাগাতার বৃষ্টি

৭ বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: আজ ছুটির দিনেও দিনভর আষাঢ়ে বৃষ্টি ঝরেছে। সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ জুন ২০২১) সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবনতা অব্যাহত থাকতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে । এবং আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তনের তেমন সম্ভাবনা নাই।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর অঞ্চলে  ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় শীতাকুণ্ডে ১২৫ মিলিমিটার।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আর সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১২ মিনিটে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে  ৪০কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে.।

সিনপটিক অবস্থা : মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

আজ সোমবার স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি

কমিউনিটি নিউজ

সন্ধ্যা থেকে ৫ বিভাগে শুরু হতে পারে বর্ষণ

কমিউনিটি নিউজ

জেনে নিন আজ যেসব অঞ্চলে বৃষ্টি

কমিউনিটি নিউজ

সাগরে তিন নং সতর্কতা, সারাদেশে যেসব স্থানে বৃষ্টি

কমিউনিটি নিউজ

আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা

কমিউনিটি নিউজ

রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকছে

কমিউনিটি নিউজ