21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আবহাওয়া

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দাবদাহের প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদফতর

আজ শনিবার (১ মে) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  •  আবহাওয়া অধিদফতর বলছে,  রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা, দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ধীরে ধীরে কমতে পারে।

আরো পড়ুন: <<<সারাদিন থাকতে পারে ভ্যাপসা গরম>>>

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন: <<<দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর শঙ্কা>>>

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৮.২ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আরো পড়ুন: <<<৬ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা>>>

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৪ মিনিটে।

আরো পড়ুন: <<<পাঁচ বিভাগে ঝড়বৃষ্টির আভাস>>>

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। রোববার (২ মে) এর পরে ঝড়ের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

সিনপটিক অবস্থায় : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ