আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: গত কয়েকদিন ধরে দেশজুড়ে বইছে তীব্র দাবদাহ। আজও দেশের দুই অঞ্চল ও পাঁচ বিভাগে ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। এছাড়া আরও তিনদিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে বেশি ভোগান্তিতে পড়তে পারে দেশের প্রায় সবে-শ্রেণি পেশার মানুষ।এছাড়াও চার বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর ।
আরো পড়ুন: ৬ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ /বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ সাধারণত শুস্ক থাকতে পারে।
আরো পড়ুন: দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর শঙ্কা
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৮.৮ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.। অস্থায়ী দমকায় ৫০ থেকে৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরো পড়ুন: সারাদিন থাকতে পারে ভ্যাপসা গরম
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪৮%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৫ মিনিটে।
সিনপটিক অবস্থায় : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫ টা ২৬ মিনিটে। ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬. ২৫ মিনিটে।
কমিউনিটিনিউজ/ এমএএইচ