26 C
Dhaka
ফেব্রুয়ারি ৭, ২০২৩

দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর শঙ্কা

আবহাওয়া

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: সারাদেশে আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো  হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। শুক্রবার (২৩ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও তা কালবৈশাখীতে রূপ নিতে পারে।

  • আবহাওয়ার পূর্বাভাসে  বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটি ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমতে পারে। আর পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

সিনপটিক অবস্থায়

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো পড়ুন:

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮২%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩০ মিনিটে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ