আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: দেশের বিভিন্ন অঞ্চলে গতরাতে (বুধবার) কালবৈশাখীর আঘাতের পর আজও (বৃহস্পতিবার) একাধিক এলাকায় এ ঝড় বয়ে যেতে পারে। দেশজুড়েই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের প্রায় সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বয়ে যাওয়া দাবদাহ কমে যেতে পারে।
- আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থায় : পশ্চিমা লঘুচাপের পশ্চিমবঙ্গ ও তৎসলংগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরো পড়ুন:
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯.৮ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তাড়াসে ২১.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৭৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩০ মিনিটে।
আজকের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম
গাজীপুর:- লাল(বাদামী)ডিম=৫.৮০, সাদা ডিম=৫.২০, ব্রয়লার মুরগী=৯৫/ কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, কালবার্ড সাদা= কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।
টাংগাইল :– লাল(বাদামী) ডিম=৫.৭৫, ব্রয়লার মুরগী=৯৫/ কেজি টাকা, সোনালী মুরগী=১৭০/১৮০ কেজি টাকা।
বাচ্চার দর:-লেয়ার লাল=৩০ , লেয়ার সাদা=১৭, ব্রয়লার= ৩০ টাকা।
রাজশাহী:-লাল(বাদামী) ডিম=৫.৭০, সাদা ডিম=৪.৬০, সোনালী =কেজি টাকা, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।
বাচ্চার দর:-লেয়ার লাল =৩০-৩২, লেয়ার সাদা=২৫-২৬, ব্রয়লার=৩৭-৩৮ টাকা।
খুলনা:- লাল(বাদামী) ডিম=৬.৩০, সাদা ডিম= টাকা।
চট্টগ্রাম:- লাল(বাদামী) ডিম=৬.১০, সাদা ডিম=৫.৮০ টাকা। ব্রয়লার মুরগী=১০২কেজি, কালবার্ড লাল=২০০/কেজি, সোনালী মুরগী=১৯৫/ কেজি টাকা
রংপুর:- লাল(বাদামী) ডিম=৫.৯০ টাকা, কাজী(রংপুর) :- লাল(বাদামী) ডিম=৫.৯০ টাকা।
বাচ্চার দর:- লেয়ার লাল =২৯, ব্রয়লার =৪২, সোনালী হাইব্রিড =২০, সোনালী রেগুলার =১৪ টাকা।
বগুড়া : লাল(বাদামী)ডিম=৫.৯০, ব্রয়লার মুরগী=১১০/কেজি, সোনালী মুরগী =১৯০ কেজি টাকা।
বরিশাল:- লাল(বাদামী) ডিম=৫.৬০, ব্রয়লার মুরগী=১০৫/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী =১৯০/কেজি টাকা।
বাচ্চার দর:– লেয়ার লাল =২৭, লেয়ার সাদা =, ব্রয়লার=৩৬-৪০ টাকা।
ময়মনসিংহ:- লাল(বাদামী) ডিম=৫.৯০ ব্রয়লার মুরগী=৯৫ কেজি, সোনালী মুরগী=১৮০ কেজি টাকা।
সিলেট= লাল(বাদামী) ডিম=৫.৮৫, ব্রয়লার মুরগী=১১৮ কেজি, কাজী(সিলেট) :- লাল(বাদামী) ডিম= টাকা।
কিশোরগঞ্জ:– লাল(বাদামী) ডিম=৫.৭০ টাকা।
নরসিংদী :-লাল(বাদামী) ডিম=৫.৮০
সিরাজগঞ্জ :-লাল(বাদামী) ডিম=৬.১০, ব্রয়লার মুরগী=১০০/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী=১৯৫/কেজি টাকা।
ফরিদপুর :-লাল(বাদামী) ডিম=৫.৯৫ কাজী(ফরিদপুর) :-লাল(বাদামী) ডিম=৬.১৫, ব্রয়লার মুরগী=১০০ /কেজি, লেয়ার মুরগী=১৯০ /কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।
পাবনা :-লাল(বাদামী)ডিম=৫.৭৫, সাদা ডিম=৫.৫৫ টাকা।
নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৫.৮০, ব্রয়লার মুরগী=১০০/কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।
পিরোজপুর (স্বরুপকাঠী:– লাল(বাদামী) ডিম=৫.৬০, সাদা ডিম=৫.৪০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা।
যশোর :- লাল(বাদামী) ডিম=৬.৫০
কুমিল্লা:-লাল (বাদামী) ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=১০৫/ কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী =১৮০ কেজি টাকা।
কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=৫.০০, সাদা ডিম=৪.৭০ টাকা।