28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রো বার (১৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনার মংলা ও যশোরে ৩৬.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  সৈয়দপুরে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে  ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন:

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মংলা ও যশোরে ৩৬.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  সৈয়দপুরে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১২) কি.মি.।

আজ সন্ধ্যা৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩৪ মিনিটে।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

কমিউনিটিনিউজ/ এমএএইচ

মহাদেবপুরে অভিযান, অবৈধ ৩ ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,  মহাদেবপুর (নওগাঁ) : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মহাদেবপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার চাঁন্দাশ ও খাজুর এলাকায় এ অভিযান চালিয়ে ৩টি ইটভাটা থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভাটাগুলোর মধ্যে উপজেলার চাঁন্দাশ এলাকার আল আমীন ব্রিকসে ৪০ হাজার, খাজুর এলাকার সরকার এন্ড সন্স ও খান এন্ড সন্স ব্রিকসে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরো পড়ুন:

মহাদেবপুরে মাঠজুড়ে বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিবেশীর অত্যাচারে উচ্ছেদ আতঙ্কে অসহায় পরিবার

প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ’র অভিযোগ

সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। ভাটাগুলোর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।’

উল্লেখ্য- ‘মহাদেবপুরে অবৈধ ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, উজার হচ্ছে গাছপালা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ 

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ