21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

 দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে ।  এছাড়া কিছু অঞ্চলের উপর দিয়ে  মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে । এখন দেশের ৭ টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

আবহাওয়া অধিদফতর বলছে- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও কুমিল্লা জেলার দুয়েক অঞ্চল দিয়ে অস্থায়ীভাবে তমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও অন্যন্য এলাকা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মাদারীপুর , রাঙ্গামাটি, ফেনি , মৌরভীবাজার,  রাজশাহী, ও খুলনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

  • আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবির্তিত থাকতে পারে।

আরো পড়ুন:

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৬ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  সিলেটে ২০.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.।

আজ সন্ধ্যা৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩৬ মিনিটে।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আজকের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

পোল্ট্রি ডেস্ক, কমিউনিটিনিউজ :  দেশের বিভিন্ন জেলার খামারিদের কাছ থেকে সংগ্রহ করা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম কমিউনিটিনিউজ পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=৬.২০, সাদা ডিম=৫.০০, ডাম্পিং মার্কেট=, লাল(বাদামী) ডিম=৫.৯৫ সাদা ডিম=৪.৬৫ টাকা।

রংপুর:- লাল(বাদামী) ডিম=৬.২০ টাকা, কাজী(রংপুর) :- লাল(বাদামী) ডিম=৬.৩১ টাকা।

চট্টগ্রাম:- লাল(বাদামী) ডিম=৬.৪০, সাদা ডিম=৬.১০ টাকা। ব্রয়লার মুরগী=১১৮ কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী=১৯০/ কেজি টাকা

গাজীপুর:- লাল(বাদামী)ডিম=৫.৯০, সাদা ডিম=৪.৬০, ব্রয়লার মুরগী=১২০/ কেজি, কালবার্ড লাল=১৭০/কেজি, কালবার্ড সাদা=১৪০ কেজি, সোনালী মুরগী=২০০/কেজি টাকা।

বাচ্চার দর:-লেয়ার লাল =২৪-২৫, লেয়ার সাদা=২৫-২৮, ব্রয়লার=৪০-৪২ টাকা।

খুলনা:- লাল(বাদামী) ডিম=৬.৫০, সাদা ডিম= টাকা।

সিলেট= লাল(বাদামী) ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=১২৬ কেজি, কাজী(সিলেট) :- লাল(বাদামী) ডিম=৬.২০ টাকা।

বাচ্চার দর:-লেয়ার লাল=২৮ , লেয়ার সাদা=১৮, ব্রয়লার= ৪০ টাকা।

রাজশাহী:-লাল(বাদামী) ডিম=৫.৯০, সাদা ডিম=৪.৮০, সোনালী =কেজি টাকা, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।

বরিশাল:- লাল(বাদামী) ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=১০৫/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী =১৯০/কেজি টাকা।

বাচ্চার দর:– লেয়ার লাল =২৬, লেয়ার সাদা =, ব্রয়লার=৪০ টাকা।

কিশোরগঞ্জ:– লাল(বাদামী) ডিম=৫.৬০ টাকা।

নরসিংদী :-লাল(বাদামী) ডিম=৫.৯০

আরো পড়ুন:

আজকের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

পর্তুগালে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে ৬০ বছরের বেশি বয়সীরা

সিরাজগঞ্জ :-লাল(বাদামী) ডিম=৬.১০, ব্রয়লার মুরগী=১২৮/কেজি, কালবার্ড লাল=১৭০/কেজি, সোনালী মুরগী=২০৫/কেজি টাকা।

ফরিদপুর :-লাল(বাদামী) ডিম=৬.১৫ কাজী(ফরিদপুর) :-লাল(বাদামী) ডিম=৬.৩৫, ব্রয়লার মুরগী=১১০ /কেজি, লেয়ার মুরগী=১৭৫ /কেজি, সোনালী মুরগী=/কেজি টাকা।

ময়মনসিংহ:- লাল(বাদামী) ডিম=৫.৯০ ব্রয়লার মুরগী=১২০ কেজি, সোনালী মুরগী=২২০ কেজি টাকা।

বাচ্চার দর:- লেয়ার লাল =২৩, ব্রয়লার =৩৬, সোনালী হাইব্রিড =১৬, সোনালী রেগুলার =১১ টাকা।

বগুড়া : লাল(বাদামী)ডিম=৬.৪৫, ব্রয়লার মুরগী=১১৫/কেজি, সোনালী মুরগী =২০০ কেজি টাকা।

টাংগাইল :– লাল(বাদামী) ডিম=৫.৮৫, ব্রয়লার মুরগী=১১০/ কেজি টাকা, সোনালী মুরগী / কেজি টাকা।

যশোর :- লাল(বাদামী) ডিম=৬.৮০

কুমিল্লা:-লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী=১১৫/ কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী =২২০ কেজি টাকা।

কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=৫.৪০, সাদা ডিম=৫.০০ টাকা।

পাবনা :-লাল(বাদামী)ডিম=৬.১০, সাদা ডিম=৫.৯০ টাকা।

নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৫.৯০, ব্রয়লার মুরগী=১২০/কেজি, কালবার্ড লাল=১৬০/কেজি, সোনালী মুরগী=২২০/কেজি টাকা।

বাচ্চার দর:-লেয়ার লাল =২৮, লেয়ার সাদা =, ব্রয়লার=৪২ টাকা।

পিরোজপুর (স্বরুপকাঠী:– লাল(বাদামী) ডিম=৬.০০, সাদা ডিম=৫.৮০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর প্রতি। ধন্যবাদ মো: শিমুল হক রানাকে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ 

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ