আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: আগামী ২৪ ঘন্টার মধ্যে চার বিভাগে দমকাসহ হালকা বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারেবলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১২ এপ্রিল ২০২১)সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লাহ অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ এলাকার দু‘এক যায়গায় দমকাসহ হালকা বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হতে পারে । দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা বা শুস্ক থাকতে পারে। সেইসাথে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারেবলে জানান আবহাওয়া অধিদপ্তর।
- আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবির্তিত থাকতে পারে।
আরো পড়ুন:
- ৬ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- টমেটোর জুসে মুক্তি দেবে উচ্চ রক্তচাপ
- বাঘায় পদ্মাচরজুড়ে মিষ্টি আলুর বাম্পার আবাদ
- বাড়তে পারে তাপমাত্রা
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে রাঙ্গামাটি, ফেনি , পাবনা, নওগাঁ, নিলফামারি, দিরাজপুর, পঞ্চগড়, খুলনা ও রাজশাহী অঞ্চল দিয়ে মৃদ তাপপ্রদাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৫ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.১৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৪০ মিনিটে।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
জেনোয়াকে ৩-১ ব্যবধানে হারালো জুভেন্তাস
কমিউনিটিনিউজ ডেস্ক: লিগের আশা শেষ, চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে জুভেন্তাস। তবে এই মুহূর্তে দলটির সবচেয়ে বড় উদ্দেশ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করা। সে লক্ষ্যে বড় এক ধাপই এগিয়েছে দলটি। তবে শীর্ষ চারের লড়াইয়ে ঠিকই আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্তাস। তার গোল ছাড়াই রোববার রাতে জেনোয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে জুভেন্তাস। সিরি’আর লড়াইয়ে এখন সবার আগে আছে ইন্টার মিলান।
আরো পড়ুন:
জাতীয় ক্রিকেট দলে খেলার যোগ্যতা অর্জন করবে পুলিশ:আইজিপি
পাক যুবাদের বাংলাদেশ সফর স্থগিত
বাংলাদেশ ক্রিকেট এখন চার পায়ে দাঁড়িয়ে
রোববার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে দারুণ এক গোল করে দেয়ান কুলুসেভস্কি জুভেন্তাসকে এগিয়ে দেন ম্যাচের ৪ মিনিটেই। এর মিনিট বিশেক পর দারুণ এক প্রতি আক্রমণে উঠে আসে পিরলোর দল। ফেদেরিকো কিয়েসার চেষ্টা ঠেকান জেনোয়া গোলরক্ষক আর রোনালদোর শট প্রতিহত হয় গোলপোস্টে। তবে ফাঁকায় দাঁড়ানো স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার শট ঠিকই জালে জড়ায় জেনোয়ার। ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্তাস।
ব্যবধান আরও বাড়তেও পারতো। কিন্তু যোগ করা সময়ে রোনালদোর বাড়ানো বলটায় ঠিকঠাক ফিনিশ করতে পারেননি মোরাতা। তবে তাতে আক্ষেপ থাকার কথা নয় দলটির। ৩-১ গোলের জয় যে নিশ্চিত হয়ে গেছে ততক্ষণে।
দুই গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া জেনোয়া দ্বিতীয়ার্ধে ম্যাচটা জমিয়ে তোলে ব্যবধান কমিয়ে। ইতালিয়ান ফরোয়ার্ড স্কামাক্কার হেডার আছড়ে পড়ে জুভেন্তাসের জালে। তবে সে উত্তেজনা টিকল কেবল মিনিট বিশেক সময়। ৭০ মিনিটে গোল করে ওয়েস্টন ম্যাককেনি ম্যাচের সব অনিশ্চয়তা মুছে দেন। ডিফেন্ডার দানিলোর পাস থেকে প্রতিপক্ষ বিপদসীমায় এসে গোলটি করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি।
এই জয়ের ফলে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করেছেন রোনালদোরা। ৬২ পয়েন্ট নিয়ে চারে থাকা আটালান্টা থেকে ১ পয়েন্টে এগিয়ে আছে জুভেন্তাস। তবে সবার ওপরে আছে ইন্টার মিলান। ৩০ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৭৪। দুইয়ে থাকা মিলান রোনালদোদের চেয়ে এগিয়ে আছে ১ পয়েন্টের ব্যবধানে।
কমিউনিটিনিউজ / এমএএইচ