ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরান বাজার থেকে কলুব্রিডি প্রজাতির দূর্লভ বিষধর লালডোরা ‘ব্রেড নেকড কিলব্যাক’ সাপ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে এলাকাবাসীর থেকে সংবাদ পেয়ে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটিকে বর্তমানে শ্রীমঙ্গল বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গলের পুরান বাজার এলাকা থেকে আজ ভোরে লোকজনরা খবর দেয় অচেনা একটি সাপ বাজারে ঢুকেছে। লোকজন সাপটিকে মারতে তাড়া করে। এই খবর জানার পর সেখানে উপস্থিত হয়ে কৌশলে এ সাপটি ধরা হয়।
সজল দেব বলেন, এই প্রথম এ প্রজাতির সাপ দেখেছেন তিনি। অনেক সাপের সাথে পরিচয় থাকলেও আগে আর কোনোদিন তা দেখেননি।
জানা গেছে, সাপটি লম্বায় সাড়ে তিন ফুটের মত। দেহের উপরের অংশ সবুজাভ-ধূসর রঙের। আর গলার চারিদিক সিঁদুরে লাল। নীচের দিক হলদে ও পেটের আঁশের বাইরের কিনারার অংশ কালো ফোঁটার সংমিশ্রণ। চোখের আকৃতি বড়।
সাপের ইতিবৃত্ত ঘেঁটে সজল দেব জানান, এটি কলুব্রিডি গোত্রের সাপ। সাপটির ইংরেজী নাম- ব্রেড নেকড কিলব্যাক। এরা সাধারণত মিশ্র চির সবুজ বনে বাস করে। একসময় এ প্রজাতির সাপের চট্টগ্রাম ও সিলেটের সবুজ বনে বিচরণ ছিলো। সাপটি দিবাচর প্রাণী ও অত্যন্ত বিষধর। উত্তেজিত হলে মাথা ও গলা উঁচু করে গোখরা সাপের মতো ফণা তুলতে পারে। এরা
বর্তমানে লালডোরাকে বন্যপ্রাণী ফাউন্ডেশনের খাঁচায় আলাদাভাবে রাখা হয়েছে। আজ বিকেলে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা ছিলো।
এবিআর/কমিউনিটি নিউজ