21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

শৈত্যপ্রবাহ বাড়ছে, রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ:

আবারো শৈত্যপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অফিস। সেই সাথে আজ বুধবার (২৭ জানুয়ারি) রাত থেকেই আরো কমতে পারে দেশের তাপমাত্রা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া নিয়ে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।
যা ছিলো মৃদু আকারে শৈত্যপ্রবাহ। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ