18 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

শৈত্যপ্রবাহে শীত বাড়ছে ঢাকায়

আবহাওয়া ডেস্ক, কমিউনিটি নিউজ: বছরের শুরুতে গরমের আমেজ চলে এসেছিলো রাজধানীতে। গরমের কারণে মনেই হয়েছিলো শীত বিদায় নিয়েছে। তবে গেল এক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহ আবার নতুন করে শীতের জানান দিচ্ছে।

বর্তমানে ঢাকার তাপমাত্রা দেশের সর্বনিম্ন তাপমাত্রার সামান্য উপরে থাকে। যা শৈত্যপ্রবাহ থেকে ২-৩.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে। এতে করে ঢাকায় বিভিন্ন এলাকায় শীতের দাপট বাড়ছে। আজ মঙ্গলবার সকালেও শীতের এমন ধারাবাহিকতা ছিলো।

রাজধানীর পশ্চিম প্রান্ত থেকে শীতের হিমেল হওয়া ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার আবহাওয়া সম্পর্কে এসকল তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে কুয়াশা ও আংশিক মেঘ আকাশ থাকলেও আজ ঢাকায় সূর্য উঠেছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আজ ভোর থেকে পরবর্তী ৪-৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা এর চেয়ে কম হতে পারে। সকল নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ