21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

কাল থেকে শীত বাড়বে

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটি নিউজ: উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কাল থেকে শীত বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওযা অফিস। এছাড়া উত্তরে শৈত্যপ্রবাহ শরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি, ২০২১) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, নতুন বছরের প্রথম শৈত্যপ্রবাহটি প্রায় সপ্তাহখানেক থাকতে পারে। কোথাও কোথাও ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা আছে। শৈত্যপ্রবাহটি দেশের উত্তরাঞ্চলে শুরু হবে। এরপর ধীরে ধীরে দক্ষিণ অঞ্চলের দিকে বয়ে যাবে। তবে শীতের দাপট উত্তরেই বেশি দেখা দিবে।

আবহাওয়াবিদরা বলছেন, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা যখন কোন এলাকায় থাকবে তখন বলা হবে ওই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার
কিছু কিছু এলাকায় ইতিমধ্যে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। সময় যত গড়াবে তাপমাত্রা ততই কমতে থাকবে। এ হিসেবে বলা যেতে পারে যে কাল থেকে ১০ এর নীচে তাপমাত্রা চলে আসতে পারে। কারণ গত কয়েকদিন তাপমাত্রা ১২ এর ওপরে ছিল।

সিনপটিক অবস্থা: উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে। এ প্রেক্ষিতে মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পরবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘসহ প্রধানত শুষ্ক থাকবে। তবে নদী অববাহিকার এলাকাসহ দেশের ফাঁকা মাঠে দেখা যাবে ঘণ কুয়াশা। কোথাও তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ