33 C
Dhaka
আগস্ট ১২, ২০২২

দেশের উত্তর পশ্চিমাংশে শৈত্য প্রবাহের সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক, কমিউনিটি নিউজ: দেশের উত্তর পশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ শুক্রবার (২৫ ডিসেম্বর, ২০২০) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৮ দশমিক ০৫ ডিগ্রী সেলসিয়াস।ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।

শৈত্য প্রবাহ: দেশের উত্তর পশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৪%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

দেশের উত্তর পশ্চিমাংশে শৈত্য প্রবাহের সম্ভাবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে।

কমিউনিটি /  এমবি

আরও সংবাদ

আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

কমিউনিটি নিউজ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কমিউনিটি নিউজ

সমূদ্রবন্দরে ৩ নাম্বার সতর্কতা সংকেত, নিন্মাঞ্চল প্লাবিতের শঙ্কা

কমিউনিটি নিউজ

আজ ৩ বিভাগে ভারী বর্ষণ

কমিউনিটি নিউজ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

আগামীকাল ৮ অঞ্চলে বৃষ্টি

কমিউনিটি নিউজ