21 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

আগামী সপ্তাহে শুরু হচ্ছে নতুন শৈত্যপ্রবাহ

শীত শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী সপ্তাহে শুরু হচ্ছে নতুন শৈত্যপ্রবাহ। এটি বছরের দ্বিতীয় শৈত্যপ্রবাহ। ব্যাপ্তি থাকবে প্রায় এক সপ্তাহ। চলতি মাসের আগামী ২৬ অথবা ২৭ তারিখ থেকে শুরু হয়ে শৈত্যপ্রবাহটি থাকবে প্রায় সপ্তাহজুড়ে। শীতের দাপটটাও আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদরা বলছেন, চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শেষ হয়েছে। তবে আবার শুরু হবে শৈত্যপ্রবাহ। ২৬ অথবা ২৭ তারিখে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। শুরুতে শৈত্যপ্রবাহটি উত্তরাঞ্চলে শুরু হবে। এরপর দক্ষিণ অঞ্চলে এসে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

গতবারের শৈত্যপ্রবাহের চেয়ে আগামী আগামী শৈত্যপ্রবাহে তাপমাত্রা একটু বেশি কমে যেতে পারে। শীত ও কুয়াশার পরিমাণও বৃদ্ধি পেতে পারে। তবে বিশেষ করে নদী এলাকা ও উত্তরবঙ্গে এর প্রভাব বেশি থাকবে।

এদিকে গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গল, রাজারহাট ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যায়। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী সপ্তাহে শুরু হচ্ছে নতুন শৈত্যপ্রবাহ শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অধিদফতর কমিউনিটি নিউজকে নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার শীতের ছবি, সংবাদ আমাদের পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।

আরও সংবাদ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ

দেশের দুই বিভাগ ও এক জেলায় শৈত্য প্রবাহ আগামীকাল

কমিউনিটি নিউজ