32 C
Dhaka
মার্চ ২৬, ২০২৩

আগামীকাল ভারী বর্ষণ ও তাপপ্রবাহ একসাথে

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটিনিউজ: আগামীকাল সারাদেশের কয়েক অঞ্চলে ঝড়বৃষ্টির সাথে ভারী বর্ষণ এবং তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (২৮ মে) সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পড়তে পারেন: ডিমের পিস ১৫ টাকা, মুরগির কেজি ৪৫০

এদিকে খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সন্ধ্য্ ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৬৭ শতাংশ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ভোলা ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ তেঁতুলিয়া ২২ মি.মি.। আগামীকাল সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সাগরে সুস্পষ্ট লঘুচাপের পূর্বাভাস

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

শৈত্য প্রবাহ বিদায়, শুষ্ক থাকবে আবহাওয়া

কমিউনিটি নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কমিউনিটি নিউজ

৪ জেলায় শৈত্য প্রবাহ কাল

কমিউনিটি নিউজ