31 C
Dhaka
সেপ্টেম্বর ২২, ২০২১

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটিনিউজ ডেস্ক: মাহিয়া মাহি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে  জানান , দুই বছর আগে ঘর ভেঙেছে তাদের। এতদিন বিষয়টি প্রকাশ করেননি। পরিবার ছাড়া বিষয়টি কেউ জানত না। হঠাৎ করেই সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে। একসঙ্গে না থাকলেও দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছে, আড্ডা দিয়েছে। সেসব ছবি সামাজিক মাধ্যমেও এসেছেও বলে জানিয়েছেন তিনি।

এছাছাও সম্প্রতি সংসার ভাঙার খবর প্রকাশ করেছেন মাহিয়া মাহি। ২৩ মে রাত ১টা ৩০ মিনিটে সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন । তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা। যদিও মাহি গণমাধ্যমেও বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। কিন্তু তার সাবেক স্বামী অপু বিষয়টি জানেন না বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও বিষয়টি খোলাসা করেছেন। আর একসঙ্গে থাকছেন না তারা।

তিনি আরও বলেন, ‘আমার জন্য অপুকে অস্বস্তিতে পড়তে হয়। তাই মনে হয়েছে বিষয়টি সবার জানা উচিত। অপু আমাকে খুব ভালোবাসে। এজন্যই তিনি চেয়েছিল এটি প্রকাশ না করার জন্য। সে ভেবেছিল, হয়তো একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল, বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানো উচিত।’

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মাহি-অপুর সংসার ভাঙনের গুঞ্জন উঠেছিল। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। এবার আর কোনও গুঞ্জন নয়। দুজনের পথ সরে গেছে দুদিকে।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ

ঈদে শাকিব-বুবলীর ‘বীর’ দেখাবে দ্বীপ্ত

কমিউনিটি নিউজ

সাদ লামজাদের প্রেমে পড়েছেন পরীমনি

কমিউনিটি নিউজ

শামীম ও সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

কমিউনিটি নিউজ