কমিউনিটিনিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই পোস্ট করেছেন। এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
রাজ চক্রবর্তী বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। শুভশ্রী করোনা পজিটিভ হলেও মহামারির কবলে পড়েনি তার সাত মাসের শিশুপুত্র ইউভান।

শুভশ্রী সামাজিক মাধ্যমের পোস্টে লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের জিম্মায় আছে।রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পড়ুন, স্যানিটাইড করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’
শুভশ্রীর পোস্ট থেকে জানা যায়, আপাতত নিভৃতবাসে রয়েছেন। ছেলে ইউভানকে তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার দেখাশোনা করছেন ইউভানের সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি। স্বামীর কথাও লিখেছেন অভিনেত্রী। জানালেন, তিনি ব্যারাকপুরেই রয়েছেন। আগামী ২২ তারিখ তাঁর কেন্দ্রে নির্বাচন।
প্রসঙ্গত, রাজের নির্বাচনের প্রচারে তাঁর স্ত্রীকে সমান আগ্রহে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এ ছাড়া সাক্ষাৎকার দেওয়ার সময়ে রাজ বলেছিলেন, ‘‘শুভশ্রীর উপরে খুব চাপ পড়ছে। বাড়ির দায়িত্ব, আমার প্রচারে অংশগ্রহণ করা, ইউভানের দেখাশোনা এবং নিজের শ্যুটিং— সব মিলিয়ে খুবই ব্যস্ত সে।’’
নিজের অসুস্থতার খবর দেওয়ার পাশাপাশি শুভশ্রী তাঁর অনুরাগীদের সুস্থ থাকার উপদেশ দেন। কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, তা উল্লেখ করেন তিনি। মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান শুভশ্রী।
উল্লেখ্য, আজ ঘন্টাখানেই আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান টলিউড তারকা জিত। গত সপ্তাহে একসঙ্গে ডান্স বাংলা ডান্স সিজন ১০-এর শ্যুটিং সেরেছিলেন শুভশ্রী। আর তার দিন কয়েকের মধ্যেই করোনা রিপোর্ট পজিটিভ এলো তার।
কমিউনিটিনিউজ/ এমএএইচ