কমিউনিটিনিউজ ডেস্ক: ইলমা বিনতে বখতেয়ার। এ সময়ের সঙ্গীতশিল্পীদের মধ্যে শ্রোতাপ্রিয় একজন শিল্পী। করোনার কারণে এখনো ওপেন এয়ার কনসার্ট নিয়ে ব্যস্ততা নেই। তবে টেলিভিশনের বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করছেন ইলমা। ২০১৫ সালে লোক গানের প্রতিযোগিতা ‘বাংলার গান’ এর মাধ্যমে পরিচিতি পান । দারুণ গায়কী দিয়ে শুরু থেকেই শ্রোতাদের নজরে আসেন চট্টগ্রামের এই মেয়ে। যার সূত্র ধরে দেশের বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিতে থাকেন। এরইমধ্যে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনেও।
টিভি অনুষ্ঠানের পাশাপাশি স্টেজেও নিয়মিত লোক গান পারফর্ম করছেন ইলমা। এই গায়িকা এবার নিয়ে আসছেন নিজের প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’। আসছে ঈদে ইউটিউবে আরটিভি মিউজিকের চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হবে। বেলাল খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।
সম্প্রতি আরটিভির নিজস্ব স্টুডিওতে ভিডিওটির চিত্রায়ণ হয়েছে। এটি নির্মাণ করেছেন উজ্জল রহমান। এতে গায়িকার ভূমিকায় দেখা যাবে ইলমাকে। এছাড়া মডেল হিসেবে জুটি বেঁধে কাজ করেছেন তৃণ ও রিয়াসাদ শুভ। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
কমিউনিটিনিউজ/ এমএএইচ