কমিউনিটিনিউজ ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি ঘটেছে করোনায় আক্রান্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদের। ১১ এপ্রিল রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে। সেখানে গিয়েও উন্নতি হয়নি৷ আজ তাকে ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট (লাইফ সাপোর্ট) দেওয়া হয়।
আজ রোববার (১১ এপ্রিল ২০২১) দুপুরে ফরিদ আহমেদের সহকর্মী গীতিকবি ফরিদা ফারহানা জানান, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা মতামত জানাবেন ।
আরো পড়ুন:
- বাংলাদেশী চলচ্চিত্রের নবউন্মীলনে চাই সরকারি উদ্যোগ
- বন্ধ রাজশাহীর সব বিনোদন কেন্দ্র
- করোনা আক্রান্ত খালেদা জিয়া
তিনি বলেন, ‘এত দ্রুত এতোটা অবনতি ঘটবে , আমরা ধারণাও করতে পারিনি। ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবার কাছে দোয়া চাই স্যারের জন্য। একমাত্র সৃষ্টিকর্তাই পারেন স্যারকে বাঁচাতে।
এর আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ফল পান ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত পরিচালককে। এর মধ্যে স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনো উন্নতি হয়নি।
উল্লেখ্য, কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। স্কুলবন্ধু বায়েজীদের কাছে গিটারে তাঁর হাতেখড়ি। এরপর ফিরোজ সাঁইয়ের হাত ধরে পেশাদার সংগীতাঙ্গনে তাঁর পথচলা। ব্যান্ড ‘স্পন্দন’-এ তখন তিনি বেজ গিটার বাজাতেন। ফিরোজ সাঁই ‘স্পন্দন’ ছেড়ে দিলেও তার সঙ্গে থেকেই তিনি গিটার বাজাতেন। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রশংসিত হন ফরিদ আহমেদ। এরপর থেকে আজ পর্যন্ত বহু গানের সুর তৈরি করেছেন তিনি। করেছেন সংগীতায়োজনও।
বিশেষ উল্লেখ করতেই হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’-এর টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের ‘মনেরই রাগ অনুরাগ’,‘আমি তোরই সাথে ভাসতে পারি মরণ খেয়ায় একসাথে’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘খুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, সুমী শবনমের জনপ্রিয় গান ‘ললিতা’, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে সিনেমার গান ‘তুমি আমার জীবনের গহিনে’সহ আরও অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি। নূর হোসেন বলাইয়ের ‘নিষ্পত্তি’ চলচ্চিত্রের প্রথম সংগীত পরিচালক হিসেবে কাজ করেন ফরিদ আহমেদ।
২০১৭ সালের সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার পরিচালক মাহবুবা ইসলাম। এই সিনেমার আবহ সংগীতের কাজও করেন ফরিদ আহমেদ।
কমিউনিটিনিউজ / এমএএইচ
করোনা আক্রান্ত খালেদা জিয়া
কমিউনিটিনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যদিও তার পরিবার ও দলের তরফ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি। রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত। পরে বিএনপি প্রধানের করোনা পজিটিভ রিপোর্টটি অনলাইনে ছড়িয়ে পড়ে।
তারপর থেকে রাজনীতি-সচেতন সবার আলোচনার কেন্দ্রে খালেদার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি। তারা ৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা কেমন, তার চিকিৎসা কি বাসায়ই চলবে নাকি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে তা জানতে চাইছেন।
যদি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তবে তিনি কোন হাসপাতালে যাবেন, তার ইচ্ছেমাফিক যে কোনো হাসপাতালে যেতে পারবেন, নাকি আবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে, তা-ও জানতে আগ্রহী তারা।
বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পাশাপাশি সাধারণ শয্যারও চরম সংকট চলছে। মন্ত্রী, এমপি, সচিব, ব্যবসায়ী, রাজনৈতিক ও চিকিৎসক নেতাদের তদবির ও সুপারিশেও হাসপাতালে শয্যা মিলছে না। এক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে তিনি কোথায় যাবেন, তা নিয়ে প্রশ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও।
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই বছর কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। দেশে করোনাভাইরাস ছড়ানোর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে খালেদার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়া হয়। শর্ত হলো- খালেদা ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
পরে আরও দু’দফায় খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মুক্তির পর থেকে রাজধানীর গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজায়’ বসবাস করছেন খালেদা জিয়া। সেখানে খালেদার সার্বক্ষণিক সঙ্গী গৃহকর্মী ফাতেমা ও একজন নার্স। প্রায়ই বিকেলে সেখানে যান বোন সেলিমা ইসলাম। নিয়ম করে চেকআপ করতে যান চিকিৎসকরাও। প্রয়োজনের তাগিদে আইনজীবীরাও মাঝে মধ্যে যান খালেদার বাড়িতে।
তার করোনায় আক্রান্ত হওয়া এবং সম্ভাব্য চিকিৎসার বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, তিনি বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি শুনেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর যদি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা তাকে করোনার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছেন। ইতিপূর্বেও (কারাদণ্ড ভোগকালে) তিনি এ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
কমিউনিটিনিউজ/ এমএএইচ