বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে আমাকে সদস্য হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ‘শেখ হাসিনাকে’ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
কৃতজ্ঞতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদেরের কাছে, কৃতজ্ঞতা জানাই অসিম কুমার উকিল দা এবং মঞ্চসারথী আতাউর রহমান ভাইয়ের কাছে।
মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সংস্কৃতির উন্নয়নে শিল্পী ও শিল্প নিয়ে কাজ করে যাব…আপনাদের দোয়া কামনা করছি।
সকলে এক সাথে কাজ করবো দেশের মানুষ এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
২০২০ সালের শেষ দিকে ২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চ সারথী আতাউর রহমানকে চেয়ারম্যান করে এবং অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে ৬৪ সদস্যের উপকমিটি গঠন করা হয়।
এর আগে টিভি নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর আইন ও কল্যাণ সম্পাদক ছিলেন এ অভিনেত্রী। এবার স্থান পেলেন কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে। যেখানে জায়গা পেয়েছেন সাংস্কৃতিক জগৎের বিভিন্ন পর্যায়ের তারকারা।
বহু দিন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত এই অভিনেত্রী। এছাড়া তিনি বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন নিয়েও কাজ করেছেন।
এবিআর/কমিউনিটি নিউজ