22 C
Dhaka
ফেব্রুয়ারি ২, ২০২৩

হোটেলে একান্তে রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:

বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সাথে কিছু সময় একা কাটাতে গত সপ্তাহে দিল্লিতে উড়ে গিয়েছিলো আলিয়া ভাট। এনিয়ে গত রোববার ইনস্টাগ্রামে নিজের মিষ্টি ছবি পোস্ট করেন মহেশ ভাট কন্যা।

ছবির ক্যাপশনে তিনি বলেন, ডেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এই ছবিতে নেটিজেনদের নজর কাড়ে আলিয়া ভাট নয়, ছবিটির ব্যাকগ্রাউন্ড।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ডেট-ও’ক্লক’। সোয়েটার আর প্ল্যান্টে দেখা মিললো আলিয়ার। আয়নার সামনে সেলফি তুলছেন তিনি। আয়নায় ফুটে উঠেছে খোলা আলমারির প্রতিচ্ছবি। সেখানে ঝুলছে পুরুষদের পোশাক, ফ্যানেদের বুঝে নিতে অসুবিধা হয়নি তা দিল্লির হোটেল রুমে রণবীরের জামাকাপড়।

রণবীরের পছন্দের কালো রঙের টুপিও দেখা গেছে এই ছবিতে। এই ধরনের টুপি অনেক পরে থাকেন রণবীর।

সম্প্রতি রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানিও একসাথে মধ্যহ্নভোজ সারার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আলিয়াও হবু বর ও ননদের সাথে এই লাঞ্চে অংশ নেন। ছিলেন ঋদ্ধিমার স্বামী ভারত সাহানি এবং বোনঝি সামায়রাও।

লাঞ্চ ডেটের ছবি পোস্ট করে ঋদ্ধিমা কাপুর ক্যাপশনে লেখেন, ‘ফ্যাম জ্যাম… রোববার, খুব মিস করলাম নীতু কাপুর, সোনি রাজদান ও শাহিন ভাটকে।’ ফ্যানেদের অনুমান করছেন রোববার দুপুরে ঋদ্ধিমার বাড়িতে লাঞ্চ ডেট সেরে, রাতে রণবীরের সঙ্গে ডেটে গিয়েছেন আলিয়া।

শীঘ্রই ‘আলিয়া’ বিয়ে করছেন কিনা সেই প্রশ্নের জবাবে রণবীর জানান, এতদিনে তো বিয়ে হয়েই যেত। যদি করোনা আমাদের জীবনে ঢুকে না পড়ত। এখনই কিছু বলতে চাই না। তবে শিগগিরই আমি আমার জীবনের ওই ফাঁকা জায়গাটা পূরণ করে নিতে চাই।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এবিআর/কমিউনিটি নিউজ

আরও সংবাদ

শুটিংয়ের দোকানে চিপস কিনতে গিয়ে যা ঘটালো দুই শিশু!

কমিউনিটি নিউজ

কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

কমিউনিটি নিউজ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ