30 C
Dhaka
আগস্ট ২০, ২০২২

অতীত নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি, মন ভেঙেছে সানার

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:

কিছুদিন আগেই বিবাহের দুই মাস হয়েছে সানার। এরই মধ্যে মন খারাপ হয়ে গেছে বলিউডের সাবেক এই অভিনেত্রীর। অতীত নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি করায় ইনস্টাগ্রামে মন খারাপের কথা জানিয়েছেন সানা খান। সংবাদ প্রতিদিন এ খবর নিশ্চিত করেছে।

সানার অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন যাবৎ তার নেগেটিভ ভিডিও তৈরি হচ্ছে। এতদিন তিনি ধৈর্য হারান নি। কিন্তু এবারে কোনও এক ভিডিও দেখে খুব দুঃখ পেয়েছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘এবার একজন আমার অতীত নিয়ে ভিডিও তৈরি করেছেন, আর তা নিয়ে আজেবাজে কথাও বলা হচ্ছে। আপনি জানেন না? কোনো মানুষ তওবা করলে তাকে অপমান করা পাপ। আমার মন ভেঙে গেছে।’

ইসলামের পথে চলবেন বলে বিনোদন জগত ছেড়েছিলেন সানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কাজের অফার না দেয়। সে ঘোষণার কিছুদিনের মধ্যেই আবার সুরাটের মৌলানা মুফতি আনাস সায়েদকে বিয়ে করেন। সেই ছবি ফেসবুকে আপলোড করে ক্যাপশনে জানিয়েছিলেন ‘আল্লাহর জন্য একে অপরকে ভালবাসতে পেরেছি। আল্লাহর দয়ায় বিয়ে করতে পেরেছি। আল্লাহ যেনও আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন।’

আরও সংবাদ

শুটিংয়ের দোকানে চিপস কিনতে গিয়ে যা ঘটালো দুই শিশু!

কমিউনিটি নিউজ

কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

কমিউনিটি নিউজ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ