28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

নায়িকা পপির বাসা খুঁজছেন সেই যুবক

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ:

চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর আশ্বাসও দিয়েছেন ওই যুবক। যুবকের পুরো নাম মহাসিন সরকার (জিকো)। বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুরে।

জিকো জানান তিনি তিন বছর পপিকে পছন্দ করেন। তাই এখন বিয়ে করতে চাইছেন।নায়িকা পপির বাসার ঠিকানা খুঁজছেন তিনি।

বুধবার জিকো জানান, ১৫-২০ দিন আগে পপিকে খুঁজতে তার গ্রামের বাড়ি খুলনায় গিয়েছিলেন জিকো। সাথে ছিলো তার তিন বন্ধু। জিকো গত তিনদিন হন্যে হয়ে খুঁজেছেন পপিকে। খোঁজ নিয়ে জানা গেছে, পপি তার মায়ের সাথে ঢাকায় থাকছেন।

পপির বাসার ঠিকানা নিয়ে কী করবেন এমন প্রশ্নের উত্তরে জিকো বলেন, তাকে বিয়ের প্রস্তাব দেব। পপিকে বিয়ে করতে আমি বিয়ে করিনি। আমার বয়স ৩৬-৩৭ হবে। আর পপিরও ৪০-৪১ হয়ে গেছে। পপি শেষ বয়সে চলে এসেছে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।

আরও সংবাদ

শুটিংয়ের দোকানে চিপস কিনতে গিয়ে যা ঘটালো দুই শিশু!

কমিউনিটি নিউজ

কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

কমিউনিটি নিউজ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ