বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ: নতুন বছরের শুরুতেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমার ঘোষণা দিলেন। সিনেমাটির নাম ওসিডি। সিনেমাটি নির্মিত হবে কলকাতায়। সিনেমাটির পরিচালক সৌকর্য ঘোষাল।
সিনেমার খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।আনন্দবাজার প্লাসের এই খবরটি নিজেও ফেসবুকে শেয়ার করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে।’
খবরে বলা হয়েছে, ওসিডি সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া; তার চরিত্রের নাম শ্বেতা।
লকডাউনের মধ্যে এই গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি শব্দের অর্থ অবসেসিভ কমপালসিভ ডিজওর্ডার। এ সমস্যায় শ্বেতা ভুগছেন, নাকি ভুগছেন না, সেই দ্বন্দ্বের মধ্যেই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মুলত একটি সাইকোলজিক্যাল মুভি।
এ প্রসঙ্গে জয়া আনন্দবাজার প্লাসকে বলেছেন, ‘বরাবরই আগ্রহের চরিত্র ছুড়ে দেয় সৌকর্য। গল্পে শ্বেতা যে রকম, বাস্তবে আমি তার একদম বিপরীত। আমার উপর যে ভরসাটি করেছে পরিচালক, আশা করি তার মান রাখতে পারব। ’
সিনেমায় আরো অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। সিনেমায় শ্বেতার ছোটবেলার চরিত্রে এক শিশুশিল্পীকে দেখা যাবে।
এর আগে সৌকর্যের পরিচালনায় ভূতপরী সিনেমায় অভিনয় করেছেন জয়া। সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায় আছে।