25 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২২

এবার মাইকেল জ্যাকসন রুপে হিরো আলম

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ: সম্প্রতি হিরো আলমের ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের সামাজিক মাধ্যমে। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ হওয়ার অল্প সময়েই ভাইরাল হয়। আর এই গান নিয়ে ফেসবুকে চলে তুমুল আলোড়ন।

আলোচনা-সমালোচনা গায়ে না মেখে নিজের মতো হেঁটে যাচ্ছেন হিরো আলম। গেয়েছেন ইংরেজি ও হিন্দি গানও। এই দুই গান গেয়ে তুমুল তোপের মুখে পড়েন। তারপরও তার গান গাওয়া থামেনি। এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মাইকেল জ্যাকসনরূপে এসে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে প্রকাশিত একটি গানের মিউজিক ভিডিওতে হিরো আলমকে এই চেহারায় দেখা যায়। ভিডিও প্রকাশের আগে নিজের ইউটিউব চ্যানেলে শুটিং দৃশ্য প্রকাশ করেছে হিরো আলম। এই গানটিও হিরো আলম নিজেই গেয়েছেন, সঙ্গে গেয়েছেন রুমি।

হিরো আলম জানান, আমি সবসময় নতুন পরিকল্পনার ভিত্তিতে কাজ করি। আর এটি নতুন পরিকল্পনারই অংশ। আমার মনে হয়, কালা মাইকেল জ্যাকসন গানটি মানুষের ভালো লাগবে। আর আমি তো সবার জন্য গান বা ভিডিও করি না। প্রত্যেকের ভক্তশ্রেণি রয়েছে। আমারও ভক্তশ্রেণি রয়েছে, যারা আমার গান দেখে ও শোনে। আমি তাদের জন্যই গান করি।

সম্প্রতি গান গেয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। নেটিজেনরা কখনো তাকে একহাত নিয়েছেন, কখনো বা করেছেন কঠোর সমালোচনা। আবার গান করে মামলাও খেয়েছেন, তাতে কিছু যায় আসে না তার। সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে ১০টি গান গেয়ে ফেলেছেন। এবার মিউজিক ভিডিওসহ সামনে আসছেন। তিনি

হিরো আলম আরো বলেন, নিজের শখের বসে গান করেছি। এখন থেকে স্টেজ প্রোগ্রামে গান করব। দেশের বিভিন্ন জায়গায় কনসার্টে যেয়ে আমি মানুষের গানে নাচ করতাম। এখন আমি নিজেই গান গাইব। তবে মানুষ যদি না চায় তাহলে আমি গান করব না। একটা কথা আমি বলতে চাই, আমার ভক্তরা যা চায় আমি তা-ই করি। ভক্তরা পছন্দ করে বলেই আমি কাজ করি, না পছন্দ করলে করতাম না।

আরও সংবাদ

শুটিংয়ের দোকানে চিপস কিনতে গিয়ে যা ঘটালো দুই শিশু!

কমিউনিটি নিউজ

কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

কমিউনিটি নিউজ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ