বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ: রাজধানীর ভাটারার নিজ বাসা থেকে মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তার কাজিন শাওনের দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে।
শাওন বলেন, আমাদের বাসায় আত্মহত্যার খবর আসে প্রায় রাত পৌনে তিনটার দিকে।আমরা গিয়ে দেখি তার মরদেহ ফ্যানের সঙ্গে জুলছে। সাদিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কেনো আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনো কিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে জানান শাওন। তিনি জানান,সিসি ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি পরিষ্কার হতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
সাদিয়ার মৃত্যুতে মর্মাহত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন, বিদায় নিলো আরো একটি সম্ভাবনাময় তাজা প্রাণ। আমার খুব প্রিয় তরুণ মডেল নাজ। গতকাল রাতে ও আত্মহত্যা করেছে। মরদেহ এখনো ছাড়া হয়নি। শেষ দেখতে পাব কি না জানি না। সবাই দোয়া করবেন।
দেশীয় শোবিজে আত্মহত্যা ক্রমশ হারে বেড়েই চলেছে। গত বছরের আগস্টে তরুণ উঠতি মডেল লোরেন মেন্ডেস আত্মহত্যা করেন। জনপ্রিয় এই মডেলের আত্মহত্যার ঘটনা কেউ মেনে নিতে পারেননি। এর পরে অক্টোবরে চট্টগ্রামের হালি শহরে মাহি নামের ১৯ বছরের আরেকজন মডেল আত্মহত্যা করেন।