22 C
Dhaka
ফেব্রুয়ারি ২, ২০২৩

এবার স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হলো টেলিফিল্ম

বিনোদন ডেস্ক, কমিউনিটি নিউজ: মুক্তিযুদ্ধের বিজয়গাথা ও স্বপ্নের পদ্মা সেতুকে কেন্দ্র করে ‘সূর্যসকাল’ টেলিফিল্ম নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন রেজানুর রহমান। এর গল্পে দেখা যাবে- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবেন বলে দেশের শ্রেষ্ঠ সন্তান একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হন। দীর্ঘদিন পর তাঁদের দেখা।

সংগত কারণেই অনেক উৎফুল্ল তাঁরা। পদ্মা সেতু দেখতে যাওয়ার আগে নানা ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মধ্যে। সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সূর্য ওঠার সময় পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন তাঁরা।

রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন সবাই। রাতে একজন খুন হয়। তারপর ঘটতে থাকে অনেক বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়।

এ প্রসঙ্গে পরিচালক রেজানুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মহান স্বাধীনতার পর আরেকটি বড় অর্জন হলো পদ্মা সেতু। এই সেতু নির্মাণের মাধ্যমে বাঙালি জাতি আবার প্রমাণ করল যে তাদের পক্ষে মহৎ আরো অনেক কিছু করা সম্ভব। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, সুমনা সোমা প্রমুখ। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৩ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে।

এবার স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হলো টেলিফিল্ম শিরোনামে সংবাদের তথ্য কালের কন্ঠ থেকে সংগ্রহ করা হয়েছে।

কমিউনিটি / এমবি

আরও সংবাদ

শুটিংয়ের দোকানে চিপস কিনতে গিয়ে যা ঘটালো দুই শিশু!

কমিউনিটি নিউজ

কারাগার থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

কমিউনিটি নিউজ

এবার প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

কমিউনিটি নিউজ

বঙ্গবন্ধুর বায়োপিকের পারিশ্রমিক ১ টাকা!

কমিউনিটি নিউজ

দুই বছর আগেই হয়েছে মাহির বিচ্ছেদ

কমিউনিটি নিউজ

করোনায় আক্রান্ত হিনা খান

কমিউনিটি নিউজ