25 C
Dhaka
ডিসেম্বর ২, ২০২২

পেছাল ডেন্টাল ভর্তি পরীক্ষা

কমিউনিটিনিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। শিগগিরই এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে রোববার (১৮ এপ্রিল) এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। পরবর্তী মাসের (মে) ২৮ তারিখে পরীক্ষা নেয়া হবে। তবে, করোনা পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় সেই তারিখও পরিবর্তন হতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এ মুহূর্তে দেশে করোনার প্রকোপ চলছে। প্রতিদিন শতাধিক মৃত্যু ঘটছে। শিক্ষার্থীদের পাশাপাশি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলেই ঝুঁকির মধ্যে রয়েছেন। এ অবস্থায় পরীক্ষা আয়োজন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৈঠকে সবার সঙ্গে আলোচনা করে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ওই বৈঠকে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ডেন্টাল পরীক্ষায় অংশ নেবে ৫৩ হাজার শিক্ষার্থী।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রো বার (১৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনার মংলা ও যশোরে ৩৬.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  সৈয়দপুরে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে  ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন:

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার মংলা ও যশোরে ৩৬.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা  সৈয়দপুরে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১২) কি.মি.।

আজ সন্ধ্যা৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩৪ মিনিটে।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি এবারও বাড়লো

কমিউনিটি নিউজ

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

কমিউনিটি নিউজ

ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

কমিউনিটি নিউজ

রাজশাহীতে এবারও এগিয়ে মেয়েরাই

কমিউনিটি নিউজ

৩০ দিনেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

কমিউনিটি নিউজ

এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

কমিউনিটি নিউজ