28 C
Dhaka
জানুয়ারি ৩০, ২০২৩

স্কুলে ছুটি বাড়লে শিশুদের ক্ষতি হবে:ইউনিসেফ

শিক্ষা ডেস্ক, কমিউনিটি নিউজ:করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে বিশ্বের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এখুনি কোনও সিদ্ধান্ত আসছে না। এমন সময়ে ইউনিসেফ বলছে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দিলে শিশুদের যে ক্ষতি হবে সে ক্ষতির ভার শিশুরা বইতে পারবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর।

বিবৃতিতে তিনি বলেন, এমন নয় যে, স্কুলগুলোতে করোনার চালিকা শক্তি রয়েছে। যার কারণে স্কুল খুলছে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়বে। আবার এমনও হয়নি কোথাও স্কুল খুলেছে আর করোনা ছড়িয়ে পড়েছে। এমন অবস্থার পরও প্রায় একবছর স্কুল বন্ধ রয়েছে।

ইউনিসেফ প্রধান জানান, ‘আমরা যেহেতু করোনা মহামারির দ্বিতীয় ধাপে আছি। আবার নতুন বছরে প্রবেশ করেছি। সেই সাথে বিশ্বজুড়ে সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে সেদিক থেকে স্কুলগুলো খোলা রাখতে বা পুনরায় খোলার পরিকল্পনায় অগ্রাধিকার দিতে কোনো প্রচেষ্টাই বাদ দেওয়া উচিত হবে না। প্রায় ২ কোটির অধিক শিক্ষার্থী স্কুলের বাইরে আছে। এর সংখ্যা বাড়ছেই। ফলে ভবিষ্যতে অনেক শিক্ষার্থী হারিয়ে যাবে।’

বিবৃতিতে তিনি জানান, মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় ৯০ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে আরো ক্ষতি বাড়বে। আর বন্ধ যদি আরো একবছর স্থায়ী হয় তাহলে তো ক্ষতির পরিমাণ সবকিছু ছাড়াবে। কারণ শিশুরাই আমাদের ভবিষ্যত। এসময় তিনি স্বাস্থবিধি মেনে স্কুল খোলার বিষয়ে জোর দেন।

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি এবারও বাড়লো

কমিউনিটি নিউজ

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

কমিউনিটি নিউজ

ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

কমিউনিটি নিউজ

রাজশাহীতে এবারও এগিয়ে মেয়েরাই

কমিউনিটি নিউজ

৩০ দিনেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

কমিউনিটি নিউজ

এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

কমিউনিটি নিউজ