25 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৩

পদত্যাগ করলেন রাবি রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক, কমিউনিটি নিউজ:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) দুপুরে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন।

অধ্যাপক আব্দুল আলীম বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। আজ সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।

তবে পদত্যাগের বিষয়ে জানতে অধ্যাপক এমএ বারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন অধ্যাপক এমএ বারী।

কমিউনিটি/এমএইচ

আরও সংবাদ

সাগরে লঘুচাপ নিন্মচাপে পরিণত

কমিউনিটি নিউজ

সোমবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

সাগরে লঘুচাপের পূর্বাভাস দিল দপ্তর

কমিউনিটি নিউজ

বৃহস্পতিবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

বুধবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ

মঙ্গলবারের পোল্ট্রির ডিম মুরগি ও বাচ্চার পাইকারি দাম

কমিউনিটি নিউজ