শিক্ষা ডেস্ক, কমিউনিটি নিউজ: সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বয়সের জটিলতার কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা আগামী ৭ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ২০২১ শিক্ষাবের্ষ সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ ডিসেম্বর আয়োজনের কথা থাকলেও হাইকোর্টের নির্দেশনায় লটারি অনুষ্ঠান কার্যক্রম বিজ্ঞপ্তি জারি করে স্থগিত করা হয়।
এছাড়া বয়সের কারণে যারা আবেদন করতে পারেনি তারা এখন আবেদন করতে পারবে। সেজন্য সফটওয়্যারটি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার পর খুলে দেওয়া হয়েছে এবং আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে।
কমিউনিটি/এমএইচ