ডেস্ক প্রতিবেদন, কমিউনটিনিউজ: আবারও করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধির প্রভাব পড়লো শিক্ষা প্রতিষ্ঠানে। করোনা সংক্রমণের কারণে ফের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে মন্ত্রীপরিষদ।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রীপরিষদের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে। এদিকে নির্দেশনার পর আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যায়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ব্যাখ্যা হলো, বিশ্ববিদ্যালয়গুলোও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয় নিজেদের আইনে চলে, তাই এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সশরীর ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাসে ফিরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও আজ সশরীর ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাসের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অনলাইনে পাঠদানসহ স্কুল কলেজের যাবতীয় কাজ সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তাছাড়া আবারও শিক্ষার্থীদের মাঝে স্কুল কলেজ বিমুখ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে।