ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ
মাদারীপুরেরর সদর উপজেলার পাখিরা এলাকায় ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলো, মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জী। সাথে তার তিন সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী ও মাহবুব তালুকদার। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পখিরা এলাকা থেকে নিজস্ব প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের পালিত একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিলো তারা। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় তারা। পরে টইল পুলিশকেন ঘটনা জানানো হলে পুলিশ গতিরোধ করে ছাত্রলীগ নেতা তুহিন দর্জীসহ ৪ জনকে আটক করে। এসময় চুরির কাজে ব্যবহার করা প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, গত দুই মাসে ওই এলাকা থেকে আরো ৫টি গৃহপালিত ছাগল হারিয়ে গেছে। তুহিন ও তার সহযোগীরা এইসব চুরির সাথে জড়িত বলে অভিযোগ তাদের। তবে এই ঘটনার সাথে জড়িত নন বলে দাবী করেছেন আটক ছাত্রলীগ নেতা তুহিন।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক জানান, দোষ প্রমানিত হলে তুহিন দর্জির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়টিতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ছাগল চুরির অভিযোগে পখিরা এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার কার্যক্রম চলমান আছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হতে পারে।
এবিআর/কমিউনিটি নিউজ