অপরাধ ডেস্ক, কমিউনিটি নিউজ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে (ভাবি) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার দুপুরে ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।
ধর্ষণের অভিযুক্ত ব্যক্তির নাম নাইম। তিনি উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক ব্যাপারীর ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের অভিযোগকারী ব্যক্তির বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগ কাজে লাগায় নাঈম। বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে ওই নারীকে ডেকে নেয় সে। সেখানে আসার পর ওই নারীকে জোর করে ধর্ষণ করে নাঈম।
ঘটনার পর লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন ওই নারী। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল ভর্তি করানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিআর/কমিউনিটি নিউজ