ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনের ছবি তোলায় এক সাংবাদিককে গাছের সাথর বেঁধে মারধর করা হয়েছে।
মারধরের শিকার সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যাদুকাটা নদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে পার কেটে অবৈধ বালু পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামাল হোসেন। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ছবিও তোলেন তিনি।
এসময় বালু-পাথর উত্তোলনকারী চক্রের মাহমুদুল, রইছসহ বেশ কয়েকজন তাকে মারধর করে। পরে পার্শ্ববর্তী ঘাগটিয়ায় গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় সাংবাদিক আবির হোসেনসহ কয়েকজনের সহযোগিতায় ছাড়া পান কামাল হোসেন।
সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
উদ্ধারকারী সাংবাদিক আবির হোসেন মানিক বলেন, যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক কামালকে গাছের সাথে বেঁধে মারধর করে। পরে আমরা তাকে উদ্ধার করেছি।
হামলাে শিকার সাংবাদিক কামাল হোসেন জানান, অবৈধভাবে পার কেটে বালু পাথর উত্তোলন করার খবর পেলে ছবি তুলতে গেলে কয়েকজন আমাকে ছবি তুলতে বাঁধা দেয় ও রড, দা দিয়ে মারধর করে। পরে চকবাজারে নিয়ে গাছের সাথে বেঁধে আবার মারধর করে। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এবিআর/কমিউনিটি নিউজ