ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ
চট্টগ্রাম নগরীর বংশালপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে দুটি দেশিয় এলজি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক করা হয় মেহেরুননেসা মুক্তা নামের এক নারীকে। তবে সেখান থেকে পালিয়ে যায় তার স্বামী নেজাম খান। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী মিলে বাড়ির ছাদের কারখানায় অস্ত্র তৈরি করতো। এদিকে অস্ত্র তৈরির সাথে আর কেউ জড়িত কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।