অপরাধ ডেস্ক, কমিউনিটি নিউজ: বারো শতক জমিতে চাষ করা সবজিতেই জীবন চলে কৃষক ইনু মিয়ার। তবে জমির মালিক সে নয়। করেন বর্গা চাষ। অভাবের সংসারে কষ্টে চলেন।
এরই মাঝে এবার শীতের সবজি বেগুন, মরিচ, টমেটো, শিমসহ বিভিন্ন জাতের সবজি গাছ রোপণ করেছেন কৃষক মো. ইনু মিয়া। কৃষি কাজ করে স্ত্রী, সন্তান নিয়ে জীবন পার করছেন তিনি।
কিন্তু মানুষের শত্রুতাতে যে কৃষি ক্ষেতে পড়তে পারে তা জানা ছিলো না এই কৃষকের। রাতের আঁধারে কে বা কারা তার সকল সবজির চারা কেটে ফেলেছে। সবজি ক্ষেতের সাথে মানুষের এমন অমানবিক আচরণ দেখে হতবাক হয়ে গেছে আশপাশের মানুষ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর দক্ষিণা বিল এলাকায় গতকাল শনিবান রাতে কৃষক ইনু মিয়ার সবজি ক্ষেতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবু তালেব ঘটনাস্থলে যান। বিচারের আশ্বাস দেন তিনি।
কৃষক ইনু মিয়া গণমাধ্যমকে জানান, আমি বর্গা জমিতে সবজির ক্ষেত করেছি। আমার সাথে এলাকায় কারো কোনো শত্রুতা নাই। কিন্তু কারা, কী জন্য আমার সবজি ক্ষেত কেটে নষ্ট করেছে তা বুঝতে পারছি না।
অশ্রুসিক্ত নয়নে কান্নাবিজড়িত কণ্ঠে কৃষক ইনু মিয়া আরো বলেন, কারো যদি আমার সাথে শত্রুতা থেকেও থাকে কিন্তু সবজি ক্ষেতের সাথে থাকার কথা নয়। আমি এখন কীভাবে সংসার চালাবো আল্লাহই জানে।