ডেস্ক রিপোর্ট, কমিউনিটি নিউজ: জন্মনিবন্ধন করতে যেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালায়ে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।ধর্ষক নাজমুল হক বাবুকে (২২) আটক করা হয়েছে।
সোমবার রাতে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ধর্ষক বাবুকে আটক করে পুলিশ। ধর্ষণে সহায়তাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
একই ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আটককৃত নাজমুল হক বাবু।
মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান, ধর্ষক নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের একজন উদ্যোক্তা। ধর্ষণের শিকার পোশাক শ্রমিক করোনায় চাকরি হারান। নতুন করে ঢাকায় আরেকটি পোশাক কারখানায় চাকরির চেষ্টা করলে তার জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।
পুলিশ আরো জানান, এর জন্য ঐ পোশাক কর্মী নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের নাজমুল হক বাবুর সাথে যোগাযোগ করেন। চলতি মাসের ১৪ তারিখ জন্মনিবন্ধন করে দেয়ার কথা বলে ওই কিশোরীকে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে ধর্ষকের নিজ কক্ষে আসতে বলেন। পরে জন্মনিবন্ধন করার আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছি। এ ঘটনায় থানায় দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। ধর্ষণে সহয়তার জন্য অপরজনকে আটকের চেষ্টা চলছে।