নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান ইরটেল সিলগালা সিলগালা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রমও বন্ধ করা হয়েছে।
কোন লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইন্টারনেট সেবা দেয়ায় ইরটেল (Eirtel) সার্ভিসেস লিমিটেড নামের ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সব সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে এক অভিযানে প্রতিষ্ঠানটিকে সিলগালা ও সেবা বন্ধের নির্দেশ দেয়া হয়।
গত রোববার (৩ জানুয়ারি, ২০২১) বিটিআরসি এর জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর উত্তরার ৯ নং সড়কে ইরটেল প্রতিষ্টানটির অফিসটি অবৈধভাবে এসব সেবা দিয়ে আসছিলো।
বিটিআরসি এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসি কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, কোন প্রকার আইএসপি লাইসেন্স ছিল না ইরটেল নামের প্রতিষ্ঠানটির।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বিটিআরসি’র এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর সিনিয়র সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান, সহকারী পরিচালক হাজ্জাজ হোসেন হেলাল, অভিরাম সাহা এবং উপ-সহকারী পরিচালক মো. রায়হান কবিরের সমন্বয়ে গঠন করা পরিদর্শক দল রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে গ্রাহকদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান হতে ইন্টারনেট সেবা নেয়ার জন্যে অনুরোধ করেন বিটিআরসি এর কর্মকর্তারা। লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা দেয়া ব্যক্তি/প্রতিষ্ঠান সমূহকে অবৈধভাবে কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেয় দেশের সরকারি টেলিকম সংস্থা বিটিআরসি।
উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান ইরটেল সিলগালা শিরোনামের সংবাদটির তথ্য বিটিআরসি এর জনসংযোগ শাখা কমিউনিটি নিউজ কে নিশ্চিত করেছে। প্রিয় পাঠক দেশের সব ধরণের সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন যেন দ্রুত প্রকাশিত সংবাদটি আপনার কাছে চলে যায়।