কমিউনিটিনিউজ ডেস্ক: ‘কঠোর লকডাউনে’ দেশের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। সোমবার (১২ এপ্রিল ২০২১) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
লকডাউনের সময়কালে গণপরিবহন, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
বাণিজ্যিক ব্যাংকের লেনদেন বন্ধ থাকলেও আমদানি-রফতানির সুবিধার্থে শুধুমাত্র বন্দর এলাকার ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে।
এদিকে গার্মেন্টস, শিল্প-কারখানা কাঁচাবাজারসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। এছাড়া বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সংক্রমণ রোধে ঘোষিত সময়ে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া নিশ্চিত করতে হবে বলে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
আজকের পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম
পোল্ট্রি ডেস্ক, কমিউনিটিনিউজ : দেশের বিভিন্ন জেলার খামারিদের কাছ থেকে সংগ্রহ করা সোমবার (১২ এপ্রিল ২০২১) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম কমিউনিটিনিউজ পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো।
ইউনাইটেড এগ(সেল পয়েন্ট): লাল ডিম=৬.৭০, সাদা ডিম=৬.৮০, ডাম্পিং মার্কেট=, লাল(বাদামী) ডিম=৬.৪৫ সাদা ডিম=৫.৪৫ টাকা।
রাজশাহী:-লাল(বাদামী) ডিম=৫.৯০, সাদা ডিম=৪.৮০, সোনালী =কেজি টাকা, ব্রয়লার মুরগী =/কেজি, সোনালী =/কেজি টাকা।
বগুড়া : লাল(বাদামী)ডিম=৬.৮০, ব্রয়লার মুরগী=১১৫/কেজি, সোনালী মুরগী =২১০ কেজি টাকা।
টাংগাইল :– লাল(বাদামী) ডিম=৬.৩৫, ব্রয়লার মুরগী=১০৭/ কেজি টাকা, সোনালী মুরগী / কেজি টাকা।
সিরাজগঞ্জ :-লাল(বাদামী) ডিম=৬.৬০, ব্রয়লার মুরগী=১২০/কেজি, কালবার্ড লাল=১৭০/কেজি, সোনালী মুরগী=২০৫/কেজি টাকা।
পাবনা :-লাল(বাদামী)ডিম=৬.৩০, সাদা ডিম=৬.১০ টাকা।
গাজীপুর:- লাল(বাদামী)ডিম=৬.৪০, সাদা ডিম=৫.৩০, ব্রয়লার মুরগী=১১০/ কেজি, কালবার্ড লাল=১৬০/কেজি, কালবার্ড সাদা=১৩০ কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।
বাচ্চার দর:-লেয়ার লাল =২৭-২৮, লেয়ার সাদা=২৫-৩০, ব্রয়লার=৪৮-৫০ টাকা।
খুলনা:- লাল(বাদামী) ডিম=৬.৫০, সাদা ডিম= টাকা।
চট্টগ্রাম:- লাল(বাদামী) ডিম=৬.৫০, সাদা ডিম=৬.২০ টাকা। ব্রয়লার মুরগী=১১৫ কেজি, কালবার্ড লাল=১৯০/কেজি, সোনালী মুরগী=১৯০/ কেজি টাকা
বাচ্চার দর:-লেয়ার লাল=২৫ , লেয়ার সাদা=১৬, ব্রয়লার= ৪০-৪২ টাকা।
বরিশাল:- লাল(বাদামী) ডিম=৫.৭০, ব্রয়লার মুরগী=১০৫/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, সোনালী মুরগী =১৯০/কেজি টাকা।
বাচ্চার দর:– লেয়ার লাল =২৫, লেয়ার সাদা =, ব্রয়লার=৫০-৫৫ টাকা।
ময়মনসিংহ:- লাল(বাদামী) ডিম=৬.৪০, ব্রয়লার মুরগী= কেজি, সোনালী মুরগী= কেজি টাকা।
সিলেট= লাল(বাদামী) ডিম=৬.৪০, ব্রয়লার মুরগী=১৩০/ কেজি, কাজী(সিলেট) :- লাল(বাদামী) ডিম=৬.৬২ টাকা।
রংপুর:- লাল(বাদামী) ডিম=৬.৪০ টাকা, কাজী(রংপুর) :- লাল(বাদামী) ডিম=৬.৭১ টাকা।
বাচ্চার দর:- লেয়ার লাল =২৫, ব্রয়লার =৫১, সোনালী হাইব্রিড =২০, সোনালী রেগুলার =১৫ টাকা।
কিশোরগঞ্জ:– লাল(বাদামী) ডিম=৬.৩০ টাকা।
নরসিংদী :-লাল(বাদামী) ডিম=৬.৪০
ফরিদপুর :-লাল(বাদামী) ডিম=৬.৫৫ কাজী(ফরিদপুর) :-লাল(বাদামী) ডিম=৭.০৫, ব্রয়লার মুরগী=১২০ /কেজি, লেয়ার মুরগী=১৭০ /কেজি, সোনালী মুরগী=২২০/কেজি টাকা।
নোয়াখালী:-লাল(বাদামী)ডিম=৬.৪০, ব্রয়লার মুরগী=১২০/কেজি, কালবার্ড লাল=১৬০/কেজি, সোনালী মুরগী=২২০/কেজি টাকা।
পিরোজপুর (স্বরুপকাঠী:– লাল(বাদামী) ডিম=৫.৭০, সাদা ডিম=৫.৫০, ব্রয়লার মুরগী =/কেজি টাকা।
যশোর :- লাল(বাদামী) ডিম=৬.৭০
কুমিল্লা:-লাল (বাদামী) ডিম=, ব্রয়লার মুরগী=/ কেজি, কালবার্ড লাল=/কেজি, সোনালী মুরগী =কেজি টাকা।
কক্সবাজার :- লাল (বাদামী) ডিম=৫.৬০, সাদা ডিম=৫.২০ টাকা।
একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।
কমিউনিটি/ এমএএইচ