কমিউনিটিনিউজ ডেস্ক: বিনা সুদে বইপ্রেমীরা এই সুযোগ পাচ্ছেন। বই পড়ার অভ্যাসকে জনপ্রিয় করতে ২০২০ সালের একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে নিজস্ব স্টলের মাধ্যমে প্রথম কার্যক্রম শুরু করে ব্যতিক্রমধর্মী লোন সেবা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।। ‘আইপিডিসি সুবোধ’ বাংলাদেশের প্রথম ও একমাত্র বই কেনার লোন সেবা।
নতুন বইয়ের ঘ্রাণে, সুবোধ জানুক প্রাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখেই এই ঋণের সুবিধা দিচ্ছে আইপিডিসি।
করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম রকমারি ডটকমের সঙ্গে ‘সুবোধ’ উদ্যোগটি চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স। ফলে গ্রাহকেরা ঘরে বসেই বই কিনতে পারবেন। এজন্য রকমারির ওয়েবসাইটের হোমপেজে আইপিডিসি সুবোধ মেন্যু রয়েছে। এখানে প্রবেশের করে গ্রাহকরা বই কেনার জন্য লোনের আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে গ্রাহক এসএমএস পাবেন।
আরো পড়ুন:
- নতুন বছরে প্যাকেটজাত বই পাবে শিক্ষার্থীরা
- করোনার মাঝেও শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে বই
- বেঁচে থাকার জন্য জ্ঞান অর্জন জরুরি
আইপিডিসি সুবোধ থেকে একজন গ্রাহক এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। লোন পেতে গ্রাহককে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিক হতে হবে। লোনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচপত্রের ছবি, স্টুডেন্ট আইডি/পেশাগত পরিচয়পত্রের ছবি ও আবেদনকারীর ছবি জমা দিতে হবে। বিনা সুদে তিন কিস্তিতে এই লোন পরিশোধ করা যাবে। এ বছরের ১৪ এপ্রিল (বুধবার) পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
আইপিডিসি ফাইন্যান্সেরর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, বইপ্রেমীদের বই পড়ার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আইপিডিসি সুবোধ উদ্যোগটি হাতে নিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পাড়ার আগ্রহ আরও বাড়বে। আগামী দিনের বাংলাদেশের জন্য বুদ্ধিদীপ্ত নেতৃত্ব নিশ্চিত করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই হবে। আশা করি, আইপিডিসি সুবোধ যার যার আগ্রহের বিষয়ের বই পড়ার জন্য সব শ্রেণির পাঠককে সুযোগ করে দেবে।’
রকমারি ডটকমের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, মনকে আলোকিত করার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো বই পড়া। এক আরও উৎসাহিত করতে আইপিডিসি সুবোধ কার্যকর ভূমিকা রাখবে। এভাবেই একদিন বইয়ে বইয়ে সয়লাব হবে ৫৬ হাজার বর্গমাইল।