30 C
Dhaka
আগস্ট ২, ২০২১

গোদাগাড়ীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

গোদাগাড়ীতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে কিশোর গ্যাংয়ের ৫ জন গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ হেলিপ্যাড গ্রামের মোফাজ্জলের ছেলে কলেজ ছাত্র সুমন ৯২০), শ্রীমন্তপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে কাঠমিন্ত্রী সানাউল্লাহ, ভগবন্তপুর হাটপাড়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে ) মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলাম আমিন (৩০, সারাংপুর গ্রামের বাবলুর ছেলে রানা আহমেদ (১৭) এবং এক এলাকার আফতাব আলীর ছেলে তসিব (১৭)।

গ্রেফতারের বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম নিশ্চিত করে বলেন, পুলিশের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন হতে গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, ইভটিজিং সহনানান অপরাধে যুক্তথেকে অপরাধ সংঘটিত করে আসছিলো।

এলাকায় খোজ খবর নিয়ে পুলিশ জানতে পারে তারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত। তাই এই অপরাধের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রাহনের জন্য তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তা জানান ওসি।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরইউজে সভাপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম রফিক সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাপিড এন্টিজেন টেস্টে রফিক এবং তার স্ত্রী খালেদা আক্তারের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এছাড়াও সাংবাদিক রফিকুল ইসলাম কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কাজ করছেন।

আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক জানান, শরীরে কোভিডের উপসর্গ দেখে তিনি ও তার স্ত্রী র‌্যাপিড টেস্ট করান। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারা বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়া হচ্ছে। তাদের দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাইনুল হাসান জনি, এটিএন নিউজের বুলবুল হাবিব ও তার স্ত্রী মিথিলাসহ রাজশাহীর আরও কয়েকজন সংবাদকর্মী এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

ভাড়া পাচ্ছে না ‘গরিবের অ্যাম্বুলেন্স’

কমিউনিটি নিউজ

মাছ কেটে ৩০ বছর সংসার চালান তুজিন

কমিউনিটি নিউজ

পুঠিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ১

কমিউনিটি নিউজ

রামেক হাসপাতালে ১১ জনের মৃত্যু

কমিউনিটি নিউজ

করোনায় অসহায়দের ঈদ সামগ্রী দিলো ‘এইচআর একাডেমি’

কমিউনিটি নিউজ

‘সংগ্রাম’ করে বাঁচতে হচ্ছে শামুখখোল পাখিদের

কমিউনিটি নিউজ