27.5 C
Dhaka
আগস্ট ২০, ২০২২

রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

রামেক করোনায় আরো ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ ছিল। বাকি তিনজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের । মঙ্গলবার (৪ মে ২০২১) রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

আরো পড়ুন : রাজশাহীতে করোনায় ৫জনের মৃত্যু

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৫৪ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন নয়জন।

আরো পড়ুন :  বিশ্বে ১৫ কোটি ছাড়ালো করোনা

এদিকে, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, বগুড়ায় তিনজন ও পাবনায় একজন। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : বেসরকারিভাবে করোনা পরীক্ষার মূল্য কমানোর পরামর্শ

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন রাজশাহীতে।

আরো পড়ুন :  কাতারে করোনায় বাংলাদেশির মৃত্যু

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১০২ জন রোগী শনাক্ত হয়েছেন।

আরো পড়ুন : গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে করোনা

এ দিন বিভাগের ১৬০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৬০ জন। এদের মধ্যে ২৮ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬২৬ জন কোভিড-১৯ রোগী। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।

২৫০ জন অসহায় পেলো খাদ্যসামগ্রী

নিজস্ব প্রতিবেদক,বাঘা (রাজশাহী):  রাজশাহীর বাঘায় সমাজের অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন নামে একটি বে-সরকারি সংগঠন। রোববার সকাল ১১টায় উপজেলার তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০ জন হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, লবন, সেমাই, চিনি।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়ায় ভ্যাগাবন্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ২০০২ সাল থেকে দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় মানবকল্যানে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় প্রকৃতি ও জীবন নামে অপর একটি সংগঠনও একই কাজ শুরু করছেন।

আয়োজিত খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন তেঁথুলিয়া ভ্যাগাবন্ড সংগঠনের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জার্জিস মাস্টার, বাউসা ইউনিয়ন চেয়ারম্যার শফিকুর রহমান শফিক, বাইসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সংগঠনের সদস্য জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ।

কমিউনিটিনিউজ/ এমএএইচ

আরও সংবাদ

দেশে কতদিনের জ্বালানি আছে তা জানালো বিপিসি

কমিউনিটি নিউজ

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কমিউনিটি নিউজ

বিশ্ববাজারে কমেছে গম ও ভুট্টার দাম

কমিউনিটি নিউজ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে যশোরে কাঁচাবাজারে আগুন

কমিউনিটি নিউজ

রাজশাহীতে গাঁজাসহ যুবক আটক

কমিউনিটি নিউজ

সুইস ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনও তথ্য চায়নি বাংলাদেশ: রাষ্ট্রদূত

কমিউনিটি নিউজ