নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় নয়ন হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ( ১মে ২০২১ ) আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার বাগশায়েস্তা গ্রামের সাজদার রহমানের ছেলে।
আরো পড়ুন: বাঘায় থামছেই না পুকুর খনন
জানা যায়, তিনি বেলা ৩টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। প্রায় আধাঘন্টা পার হয়ে গেলেও সে বাড়িতে না আসায় পুকুর ঘাটে পরিবারের লোকজন খোঁজ করতে যায়। এ সময় পুকুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান নিপা তাকে মৃত ঘোষনা করেন।
আরো পড়ুন: বাঘায় পদ্মাচরজুড়ে মিষ্টি আলুর বাম্পার আবাদ
নয়ন হোসেন জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির একজন মেধাবী ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম মেনে এসেছে।
আরো পড়ুন: বাঘায় কালবৈশাখীতে আমের ক্ষতি ২৫ কোটি টাকা
এ বিষয়ে নয়নের পিতা সাজদার রহমান বলেন, ছেলে গোসল করে আসলে ঈদের জন্য নতুন জামা কিনতে বাজরে যাব। কিন্তু আর জামা কিনতে যাওয়া হলো না। বলে বুক চাপড়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তবে তার মা ছেলের জন্য কোন কথা বলতে পারছনা। বারবার মর্চা যাচ্চিল।
আরো পড়ুন: বাঘায় দরিদ্রকে ঘর দিলেন পৌর মেয়র
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পানিতে ডুবে একজন ছাত্রের মৃত্যুর সংবাদ লোকমুখে জানতে পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।
কমিউনিটিনিউজ/ এমএএইচ