নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় জল মটার চুরির অভিযোগে ৩ জনকে গাছে বেধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামে শনিবার (২৪ এপ্রিল ২০২১) সকাল থেকে দুপুর পর্যন্ত আম বাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেধে তাদের নির্যাতন করা হয়।
জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর বাড়ির আঙ্গিনায় জল মটার বসানো ছিল। এই জল মটারটি তিনদিন আগে (বুধবার) রাতে চুরি হয়। চুরির অভিযোগে বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন (৩০), হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম (৪০), মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সাইদুল ইসলামকে (৪৫) ধরে আনা হয়। পরে আযুব আলীর আম বাগানের মধ্যে মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেধে নির্যাতন করা হয়। তাদের নির্যাতন করার দৃশ্য এলাকার শত শত মানুষ দাঁড়িয়ে দেখছিল। কিন্তু নির্যাতনকারীদের ভয়ে কেউ তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসেনি।
আরো পড়ুন: বাঘায় থামছেই না পুকুর খনন
স্থানীয়রা জানান, তাদের শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত মেহগনির গাছের সাথে বেধে নির্যাতন করা হয়েছে বলে তারা জানান। পরে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলে গ্রাম পুলিশ দিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে আনা হয়।
নির্যাতিত দুলু হোসেন বলেন, আমার সার্টের পকেটে ৬৫০ টাকা ছিল। সেই টাকা তারা নিয়েছেন। আমাদের মিথ্যা অভিযোগে ধরে এনে মারপিট করা হয়েছে।
আরো পড়ুন: বাঘায় পদ্মাচরজুড়ে মিষ্টি আলুর বাম্পার আবাদ
এবিষয়ে আযুব আলী জানান, আমার বাড়ির আঙ্গিনা থেকে দুলু, মাইদুল, সাইদুল রাতের আধারে জল মটার চুরি করে নিয়ে যায়। জল মটারটি স্থানীয় ভাঙড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। গোপনে তথ্য সংগ্রহ করে শনিবার সকালে তাদের ধরে এনে মেহগনি গাছের সাথে শুধু বেধে রাখা হয়। তাদের কোন প্রকার মারপিট করা হয়নি। পরে গ্রাম পুলিশের সহায়তায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়েছে। তবে চুরির বিষয়টি তারা এলকার শত শত মানুষের কাছে শিকার করেছেন বলেও তিনি জানান।
আরো পড়ুন: বাঘায় কালবৈশাখীতে আমের ক্ষতি ২৫ কোটি টাকা
এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় সাংবাদিকরা অবগত করলে গ্রাম পুলিশ পাঠিয়ে আমার কার্যালয়ে আনা হয়। বিষয়টি নিয়ে ইউপি মেম্বর ও স্থানীয়দের নিয়ে সমঝোতার জন্য চেষ্টা করা হচ্ছে।
আরো পড়ুন: বাঘায় দরিদ্রকে ঘর দিলেন পৌর মেয়র
বাঘা থানার তদন্ত ওসি আবদুল বারী জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তারা অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কমিউনিটিনিউজ/ এমএএইচ