নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সারাদেশে সরকারের ঘোষিত কঠোর লকডাউন ও পবিত্র মাহে রমজানে উপলক্ষে আকাশছোঁয়া বেগুন, শসা ঢেঢ়সসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। রাজশাহীর সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গুলোতে লাগামহীন ভাবে বেড়েই চলেছে পণ্যের দাম। সরকারের নির্ধারিত মূল্য তালিকা থাকলেও তা নামমাত্র। কোনো কোনো দোকানের বাইরে মূল্য তালিকা টাঙিয়ে রাখা হলেও অধিকাংশ দোকানে তা নেই। এতে পণ্যের অতিরিক্ত মূল্য ধার্যকরেই বিক্রয় করা হচ্ছে পণ্য। আর এতেই চরম দূর্ভোগে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় রাজশাহী ভদ্রা, উপশহর নিউমার্কেট বাজার, মনি চত্বর মাস্টারপাড়া সবজির বাজারসহ নগরীর বিভিন্ন বাজারগুলোতে দুই এক দিনের ব্যবধানে বেড়েছে কাঁচা সবজি, মসলা, চিনি, দুধ, মাছ ও সব ধরনের মাংসের দাম। তবে আকাশ ছোঁয়া শসা ও বেগুনের দাম।
প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। এদিকে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, আদা বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।
গত দুই দিনে প্রতিকেজি সবজিতে ৫০ থেকে ৬০ টাকার পার্থক্য আছে । ১ মাসের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫৭০ টাকায়, ব্রয়লার ৩
১০ টাকা বেড়ে ১৫০ টাকা, খাসির মাংস ৫০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। ৩৫ টাকা বেড়ে প্রতি কেজি প্যাকেটজাত গুঁড়া দুধ ফ্রেশ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা জামিল হাসান জানান, বাজারে নিয়মিত মনিটরিং না করায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আর এতে করে আমাদের মত মধবিত্ত ও নিম্ন আয়ের মানুষের অনেক অসুবিধা হচ্ছে।
এদিকে, বাজার স্থিতিশীল রাখতে বাজারে নিয়মিত অভিযান চালায় বাজার মনিটরিং টিমের সদস্যরা। তবে প্রতিবছরই শবেবরাতের পর থেকেই নিয়মিত পরিচালিত হয় বাজার মনিটরিং ব্যবস্থা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করি। তবে গতকাল থেকে মাহে রমজান শুরু হয়েছে। প্রতিবারই মাহে রমজানের দিকে বিক্রেতারা বাজার কিছুটা অস্থিতিশীল করে। আমরা স্থিতিশীল করার জন্য নিয়মিত অভিযান চালায় যেন বিক্রেতারা সরকারের নির্ধারিত অতিরিক্ত অর্থ ক্রেতাদের কাছ থেকে না নিতে পারে। কিন্তু যারা অতিরিক্ত দামে পণ্যে বিক্রি করছে আমাদের অভিযোগ দিলে আমরা তা ব্যবস্থা নিব।
তিনি আরো জানান, ‘বাজারে বিক্রিত পণ্যের মান ও দাম ঠিক মতো রাখা হচ্ছে কিনা, পণ্যের মেয়াদ এবং সরকারের নির্ধারিত তালিকা মূল্য ঠিক আছে কিনা তা যাচাই করা হচ্ছে। তবে যদি এগুলো না থাকে তাহলে তাদেরকে জরিমানা বা আইনের আওতায় আনা হয়। এতে বাজার স্থিতিশীল রাখা অনেকাংশে সহজ হয়।
কমিউনিটিনিউজ/ এমএএইচ
দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া ডেস্ক, কমিউনিটিনিউজ: দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে । এছাড়া কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে । এখন দেশের ৭ টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলছে- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও কুমিল্লা জেলার দুয়েক অঞ্চল দিয়ে অস্থায়ীভাবে তমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও অন্যন্য এলাকা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মাদারীপুর , রাঙ্গামাটি, ফেনি , মৌরভীবাজার, রাজশাহী, ও খুলনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
- আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবির্তিত থাকতে পারে।
আরো পড়ুন:
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৬ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.।
আজ সন্ধ্যা৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬. ২১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩৬ মিনিটে।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিন বঙ্গপোসাগরে অবস্থান করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কমিউনিটিনিউজ/ এমএএইচ