নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৪১৩ জনের মৃত্যু জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (০১ এপ্রিল ২০২১) বিভাগের নাটোর ও বগুড়ায় একজন করে এ দুইজনের মৃত্যু হয়। শুক্রবার (০২ এপ্রিল ২০২১)বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এছাড়াও নওগাঁয় ২৬ জন, সিরাজগঞ্জে ১৮ জন, নাটোরে ১৪জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, পাবনায় ১১ জন ও জয়পুরহাটে ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন।
এনিয়ে বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছয়জন। এদের মধ্যে ২৪ হাজার ৮০৫ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন।
কমিউনিটিনিউজ/ এমএএইচ